পর্তুগালে বর্তমানে সবচেয়ে সহজ যে আইনে সবাইকে বৈধতা দিচ্ছে তা হলো , আইন 23/2007 , আর্টিকেল 88/2 ও 89/2 | এগুলো হলো কাজের , ব্যবসায়িক কার্যক্রম ও স্বাধীন পেশার মাধ্যমে নিয়মিত হওয়া বা রেসিডেন্ট কার্ড পাওয়া। এর জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন।
১) ভ্যালিড পাসপোর্ট।
২) সেনজেন ভিসা, টিকেট, হোটেলের SEF এন্ট্রি ডকুমেন্ট (যদি থাকে)। যাদের ভিসা নাই শুধুমাত্র টিকেট হলে ভালো|
৩) Finance নাম্বার এর পেপার।এটি বর্তমানে চারটি পদ্ধতিতে করতে পারবেন|



$ads={1}




Registo contribuinte

Identific

Representative fiscal


Registo Contribuinte

Numero de financas para estrangeiro

এখানে পাসপোর্ট ও ভিসা কপি আপলোড করে


এরপর 4/ 5 দিন পর আবার পোর্টালে লগইন করে গিয়ে দেখতে পাবেন ফাইন্যান্স থেকে আপনাকে কপি দেয়া হয়েছে অথবা অথবা নিকটস্থ ফাইন্যান্স অফিসের date দেওয়া হয়েছে|

৪) জুন্তা পেপার। (বর্তমানে এই পেপার অনেকটা কঠিন হওয়াতে এটা ছাড়াও Entry করা হচ্ছে)
৫) কাজের চুক্তিপত্র বা ব্যবসায়িক কার্যক্রম বা স্বাধীন পেশা
৬) সোশ্যাল সিকিউরিটি নাম্বারের পেপার।
NISS (এটি না থাকলেও sef entry করা যাবে)। এটি কিভাবে আবেদন করবেন নিচে লিঙ্কে দেওয়া আছে|
৭) নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। শুধু পর্তুগিজ ট্রান্সলেশন।
৮) পর্তুগালে আসার আগে অন্য কোনো দেশে এক বছরের উপর থাকলে সে দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
উপরোক্ত ডকুমেন্ট গুলো scan করে PDF আকারে প্রত্যেকটির ডকুমেন্ট
$ads={1}
১) Passaporte
২)Entrada Regular
৩) NIF
৪)Aljomento
৫)Contrato de trabalho / Inicio activida
৬) NISS
৭)Certificado de Registo Criminal
৮)Certificado de Registo Criminal
নামে কম্পিউটারে সেভ করে






এখন ইমেইল এ গিয়ে noreply.sapa,
Confirmacao de registo গিয়ে







এটি যেভাবে আপলোড করেছেন এভাবে নিচের বাকী সবগুলো আপলোড করতে হবে|
(উল্লেখ্য কম্পিউটারে সেভ করে রাখা ডকুমেন্ট গুলো প্রত্যেকটি PDF ফরমেট এবং ৪ মেগা বাইটের নিচে হতে হবে)
Tipo de Documento এ
comprovativo de entrada regular em এ ক্লিক করে একই ভাবে seleccionar গিয়ে Entrada regular এর ডকুমেন্ট









promise contract হলে এটি আপলোড করে উপরে ডকুমেন্ট এ-র ঘরে বামের হলুদ ফোল্ডার খুলে দেখে নিবেন সবগুলো ডকুমেন্ট যথাস্থানে দেওয়া হয়েছে কিনা। না হলে বামের x চিহ্নে ক্লিক করে আবার উপরের নিয়মে আপলোড করে সকল তথ্য আরেকবার দেখে উপরে ডানে সবুজ চিহ্নে ক্লিক করে নিচে confirmacao : ঘরে ঠিক চিহ্ন দিয়ে ডানে Enviar এ ক্লিক করলেই আবেদন টি সাবমিট হয়ে যাবে। এখন এই লাস্ট পেইজটি প্রিন্ট অথবা সেভ করে SEF এন্ট্রিতে প্রদত্ত সকল ডকুমেন্ট ইমেইলে SEND করে রাখবেন। সাথে SNS বা মেডিকেল নাম্বারের ও আবেদন করে নিতে পারেন নিচের লিংকে প্রদত্ত বর্ণনা অনুযায়ী।
[Collected from]
মোহাম্মদ শাহজাহান 
