পর্তুগালে বছরে দুইটি সেমিস্টার হয় | প্রত্যেকটি সেমিস্টার ছয় মাসে থাকে l একাডেমিক বছর শুরু হয় সেপ্টেম্বর সেশন দিয়েl এই সেপ্টেম্বর সেশন শেষ হয় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে l তার মানে প্রথম সেমিস্টার হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি এ সময় কাল l আবার দ্বিতীয় সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারি থেকে শেষ হয় জুন বা জুলাই দিক দিয়ে l পর্তুগালে অগাস্ট মাসের একাডেমিক ছুটি থাকে, এই মাসে কোন ধরনের একাডেমিক কার্যক্রম বহাল থাকে না l
এখন আসি এই সেশনে গুলোতে কখন কখন এপ্লাই করতে পারবেন?
পর্তুগালে আসলে প্রত্যেক সেশনে বিভিন্ন ধাপে এডমিশন প্রসেস হয়ে থাকে l যদি প্রথম ধাপে ওদের সিট ফুল হয়ে যায় তাহলে পরবর্তী ধাপ আর ওপেন করে না l তার মানে যদি প্রথম ধাপে ওদের সিট ফিলাপ না হয় সে ক্ষেত্রে পরবর্তী ধাপে ওরা আবার এডমিশন প্রসেস স্টার্ট করে l পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি,
1. প্রথমে আসি সেপ্টেম্বর সেশন: সেপ্টেম্বর সেশনের জন্য এপ্লাই প্রসেস শুরু হয় ফেব্রুয়ারী পরপরই যা চলমান থাকে মার্চ পর্যন্ত l কিছু কিছু ইউনিভার্সিটির মার্চের শেষ দিকে রেজাল্ট দিয়ে দেয় অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে প্রথম ধাপের রেজাল্ট সম্পন্ন করে ফেলে l এই সময়কাল বেশিরভাগ ইউনিভার্সিটিতে এক মাস থাকে কিন্তু ইউনিভার্সিটির ভেদে এক থেকে দেড় মাসও ভর্তি প্রক্রিয়া চলমান থাকে l এরপর প্রায় এপ্রিলের থেকে মে মাসে ওদের রেজিস্ট্রেশন এবং ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করে l এর মধ্যে সিট ফিলাপ যদি না হয় তাহলে ওরা আবার জুন মাসে এডমিশন প্রসেস স্টার্ট করে যা জুলাইয়ের পর্যন্ত বহাল থাকে l এরপর জুলাইয়ের পুরো মাসটা ওরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে এভাবে সেপ্টেম্বর সেশনের জন্য ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয় l
বিশেষ দ্রষ্টব্য: ইউনিভার্সিটির উপর নির্ভর করে এই সময়কালের তারতম্য হতে পারে l
2. ফেব্রুয়ারী সেশন: পর্তুগালের একাডেমিক বছরের দ্বিতীয় সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারির দিকে l যা জুলাই মাসের মাঝ বরাবর শেষ হয়ে যায় l ফেব্রুয়ারির সেশনের জন্য এডমিশন প্রসেস শুরু হয় সেপ্টেম্বরের শেষ দিক দিয়ে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে যা এক থেকে দেড় মাস চলমান থাকে l নভেম্বর মাসের দিক দিয়ে প্রথম ধাপের ফলাফল এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় l এরপর ডিসেম্বর এবং জানুয়ারির দিকে পরবর্তী ধাপ চালু হয় যা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ক্লাস শুরু হয়ে যায় l
এই হচ্ছে পর্তুগালের অ্যাডমিশন প্রসেস সময়কাল I মনে রাখবেন ইউনিভার্সিটির উপর নির্ভর করে এ সময়ের কিছু তারতম্য হতে পারে কিন্তু পুরো প্রক্রিয়াটা এইভাবেই চলমান থাকে l আশা করি বুঝতে পেরেছেন, এরপরও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন l
ধন্যবাদ, আসসালামুয়ালাইকুম
ভাইয়া আমি বর্তমানে চায়নাতে সরকারি বৃত্তি নিয়ে মাস্টার্সে পরশুনা করতেছি আমার মাস্টারস শেষ হবে ২০২৫ , এরপর আমি পর্তুগালে পি.এইচ.ডি করতে চাচ্ছি । দয়া করে জানাবেন , পর্তুগালে সরকারি বৃত্তি আছে নাকি অথবা অন্য কোন রিজিওনাল স্কলারশীপ , যদি থাকে কখন শুরু হয় এবং প্রসেস কি কিভাবেএপ্লিকেশন করতে হয় , প্রফেসর এক্সেপ্ট লেটার লাগে কি ?
ReplyDelete